নাগাসাকির মেয়রের সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ

নাগাসাকির মেয়রের সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ

প্রথম নিউজ, ঢাকা : জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ জাপানের নাগাসাকি শহরের মেয়র সুজুকি শিরোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) রাষ্ট্রদূতের সঙ্গে নাগাসাকির মেয়র সুজুকির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

টোকিওর বাংলাদেশ দূতাবাস জানায়, রাষ্ট্রদূত একটি প্রতিনিধিদল নিয়ে নাগাসাকি শহরের মেয়র সুজুকি শিরোর কার্যালয়ে গেলে তাদের সিটি কর্মকর্তারা উষ্ণ অভ্যর্থনা জানান। সাক্ষাতে রাষ্ট্রদূত ও মেয়র দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত চলতি বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় ঘোষণা করা ‘কৌশলগত অংশীদারিত্ব’ প্রসঙ্গ তুলে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পটভূমি নিয়ে আলোচনা করেন।
নাগাসাকির মেয়র মিয়াজাকি মডেল অনুসরণ করে আইটিতে বাংলাদেশকে আরো সহযোগিতার আগ্রহ প্রকাশ করার পাশাপাশি নাগাসাকিতে সম্ভাব্য খাতগুলোতে বাংলাদেশের মানবসম্পদকে কাজে লাগানোর সুযোগের কথা তুলে ধরেন।  

রাষ্ট্রদূত ঢাকা-নারিতা-ঢাকা সরাসরি ফ্লাইট বাংলাদেশ বিমানের উদ্বোধনের কথা মেয়রকে জানান। এছাড়া বাংলাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চলের প্রসঙ্গে মেয়রকে বলেন, এগুলোর মধ্যে বাংলাদেশ একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল জাপানের জন্য উৎসর্গ করেছে।

পরে রাষ্ট্রদূত নাগাসাকি পিস মেমোরিয়াল পার্ক পরিদর্শন করেন। পরিদর্শনকালে মিশন উপপ্রধান শাহ আসিফ রহমান এবং দূতাবাসের মিনিস্টার শেখ ফরিদ উপস্থিত ছিলেন।