ধলেশ্বরী নদীতে গরুবোঝাই ট্রলারডুবিতে ৬টি গরু মৃত

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন।

 ধলেশ্বরী নদীতে গরুবোঝাই ট্রলারডুবিতে  ৬টি গরু মৃত

প্রথম নিউজ, মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদীতে ২৭টি গরু নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। বৃহস্পতিবার (০৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঘিওর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালের দিকে দৌলতপুর উপজেলার কয়েকজন খামারি কোরবানির ২৭টি গরু বিক্রির জন্য একটি ট্রলারে করে রাজধানীর গাবতলীর হাটের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে উপজেলার পুরাতন ব্রিজ এলাকায় আসার পর ব্রিজের একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ঘুরে গিয়ে ধলেশ্বরী নদীতে ডুবে যায়।

এ ঘটনায় ২১টি গরু জীবিত ও ৬টি গরু মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া একটি গরুর অবস্থা ভালো না থাকায় স্থানীয় একজন কসাইয়ের কাছে গরুটি বিক্রি করেছেন খামারি। পরে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom