ধামরাইয়ে মাদক ব্যাবসায়ী হেলালের প্রকাশ্যে মাদক বিক্রি : প্রশাসন নিরব
প্রথম নিউজ , ধামরাই : ঢাকার ধামরাইয়ে মাদক ব্যাবসায়ী হেলালের মাদক বিক্রি চলছে প্রকাশ্যে ।
জানাগেছে , ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বাথুলী গ্ৰামের মৃত আলাল মিয়ার বখাটে ছোট ছেলে হেলাল উদ্দিন ওরফে গেদু ( ৩২ ) দীর্ঘ দিন ধরে প্রকাশ্যে বিভিন্ন প্রকারের মাদক দ্রব্য বিক্রি করেই চলছে । মাদক বিক্রির পাশাপাশি রাতে ঢাকা আরিচা মহাসড়কের বাথুলী এক্সেল লোড ষ্টেশন এলাকায় চুরি , ছিনতাই, সহ নানা অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত রয়েছে। মাদক ব্যাবসায়ী হেলালের রয়েছে ১০/১২ জনের একটি শক্তিশালী বাহিনী । হেলালের প্রধান সহযোগী বাথুলী গ্ৰামের আজাহার আলী ওরফে বরকি আজহারের ছেলে রনি ( ২০ ) ।
এই মাদক ব্যাবসায়ীরা দেশের বিভিন্ন জেলা থেকে মাদক দ্রব যানবাহনে এনে রাতে এক্সেল লোড ষ্টেশনে নামিয়ে বিভিন্ন এজেন্টের মাধ্যমে মাদক গুলো বিক্রি করেই চলছে বলে অভিযোগ উঠেছে । এদিকে স্থানীয় প্রশাসন মাদক বিক্রির খবর জেনে ও তারা নিরব ভূমিকা পালন করছে ।