ধামরাইয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় সাংবাদিককে হুমকি : থানায় জিডি
প্রথম নিউজ , ধামরাই : ঢাকার ধামরাইয়ে পপুলার রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামে এক এনজিওর অপকর্ম নিয়ে দৈনিক লাখো কন্ঠ পত্রিকায় গত ৫ ডিসেম্বর ধামরাইয়ে এনজিওর নামে অবৈধ ব্যাবসা করার অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশ হলে । অত্র এনজিওর মালিক আরিফুল ইসলাম ( সুদ ) আরিফ ) লাখো কন্ঠের ধামরাই প্রতিনিধি কাজী মিজানুর রহমান মিজান কে মামলা সহ প্রান নাশের হুমকি প্রদান করেন । পরে সাংবাদিক কাজী মিজানুর রহমান বাদী হয়ে ধামরাই থানায় সাধারণ ডায়রী ( জিডি ) দায়ের করেন । যার জিডি নং-২৮০ তাং-৭/১২/২৩ ।