ধান মাড়াইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো কৃষকের

ধান মাড়াইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো কৃষকের

ধান মাড়াইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো কৃষকের

প্রথম নিউজ, সাতক্ষীরা : সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াকুব আলী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) সকাল ৯টার দিকে শহরতলির আগরদাড়ি ইউনিয়নের বকচরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির আঙিনায় ইয়াকুব আলী বৈদ্যুতিক মোটরের সাহায্যে ধান মাড়াই করছিলেন। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয়রা সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রওশন আরা বলেন, বিদ্যুতায়িত হয়ে কৃষক ইয়াকুব আলী মারা গেছেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম ঘটনা বিষয়টির নিশ্চিত করেছেন।