দুঃশাসন প্রতিরোধে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে জনগণ: মির্জা ফখরুল

দুঃশাসন প্রতিরোধে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে জনগণ: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রথম নিউজ, ঢাকা: জনগণ এখন আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।  

বিএনপি নেতা জহির উদ্দিন স্বপনের বাসভবনে হামলা ও নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করতে না দেওয়ার ঘোষণায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরের পূর্বের রাতে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝরা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা জহির উদ্দিন স্বপনের বাসভবনে আওয়ামী সন্ত্রাসীদের হামলা নিঃসন্দেহে চরম কাপুরুষতা। সারাদেশকেই এরা রক্তারক্তি ও হানাহানির অন্ধকারে ঢেকে দিয়েছে। জোর করে ক্ষমতায় টিকে থাকতে গিয়ে বর্তমান অবৈধ সরকার তাদের দলের সন্ত্রাসীদেরকে দুস্কর্ম সংঘটনের আশকারা দিয়ে বিরোধী মত ও বিশ্বাসীদের মানুষের ওপর চড়াও হচ্ছে। 

মির্জা ফখরুল আরো বলেন, ‘বরিশালে বিএনপি নেতা জহির উদ্দিন স্বপনের বাসভবনে আওয়ামী সন্ত্রাসীদের হামলা এবং তাকে নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করতে না দেয়ার ঘোষণা সেটিরই নির্মম বহিঃপ্রকাশ। বিএনপি মহাসচিব বলেন, গুম, অহরহণ, খুন, গুপ্তহত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গলাবাজি ও অপপ্রচারই বর্তমান ভোটারবিহীন সরকারের টিকে থাকার অবলম্বন। রাষ্ট্র পরিচালনার সবক্ষেত্রে নজীরবিহীন ব্যর্থতা আড়াল করতেই সরকার দেশব্যাপী একের পর এক অমানবিক ও নৃশংস তাণ্ডব ঘটাচ্ছে। দেশের মানুষের জীবনকে নিরাপত্তাহীন করতে আওয়ামী সরকারের সমকক্ষ খুঁজে পাওয়া যাবে না। 

মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতার মোহে এরা দেশকে গণতন্ত্রশুন্য করে নিজেদেরকে বিবেকবর্জিত ও মনুষ্যত্বহীন করে তুলেছে। গণতন্ত্রের মূলোৎপাটন করে সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠকে নির্মমভাবে স্তব্ধ করে যাচ্ছে শুধুমাত্র ক্ষমতার বেপরোয়া যথেচ্ছাচার টিকিয়ে রাখার জন্য। কিন্তু জনগণ এখন আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। জহির উদ্দিন স্বপনের বাসভবনে আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে মির্জা ফখরুল অবিলম্বে দুস্কৃতিকারিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom