দে‌শের মানুষের মু‌ক্তির জন্য সরকারের পতন ঘটাতে হবে- টুকু

বুধবার বিকেলে টাঙ্গাইলে জেলা বিএনপির ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

দে‌শের মানুষের মু‌ক্তির জন্য সরকারের পতন ঘটাতে হবে- টুকু
টাঙ্গাইলে জেলা বিএনপির ইফতার মাহফিলে বক্তব্য দিচ্ছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

প্রথম নিউজ, টাঙ্গাইল: গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির চলমান আন্দোলন সফলে যুবদলের নেতাকর্মীরা প্রয়োজনে রাজপথে রক্ত দিতেও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার বিকেলে টাঙ্গাইলে জেলা বিএনপির ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। যুবদল সভাপতি বলেন, সমগ্র দেশ আজ ক্ষমতাসীনদের অত্যাচার-অনাচারে আক্রান্ত। জাতি আজ ভীতিকর অবস্থায় রয়েছে। বিরোধী দল প্রতিবাদ করলে, কর্মসূচি দিলে গুম হতে হয়, বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়। রেহাই পায় না মিডিয়াকর্মীরাও।

তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করা। দেশবাসী আজ দুঃসময়ের মধ্যে দিনযাপন করছে। যারা গণতন্ত্রের মুক্তির জন্য লড়াই করছে, তারা কেউ ভালো নেই। ক্ষমতার জন্য নয়, দে‌শের মানুষের মু‌ক্তির জন্য সরকারের পতন ঘটাতে হবে।

টুকু বলেন, বেগম খালেদা জিয়াসহ সব নেতাকর্মীর মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হলে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। তার জন্য যদি রাজপথে বুকের তাজা রক্ত দিতে হয়, তাও দিতে প্রস্তুত যুবদল। এখন পিছু হটার সুযোগ নেই। গণতন্ত্রের মুক্তির জন্য, নির্ভয়ে বসবাসের জন্য এই সরকারের পতন ঘটাতেই হবে।