দেশের মানুষ প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করেছে: ছাত্র ফেডারেশন

দেশের মানুষ প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করেছে: ছাত্র ফেডারেশন

প্রথম নিউজ,বরিশাল: দেশের মানুষ প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। বরিশালে সংগঠনের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এ মন্তব্য করা হয়।

দিবসটি উপলক্ষে বুধবার (১০ জানুয়ারি) সকালে শহীদ মিনারে মুক্তিসংগ্রামের সব শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানান ফেডারেশনের নেতাকর্মীরা। পরে জেলা কার্যালয়ে আলোচনা সভা হয়। এতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা কমিটির সভাপতি সাকিবুল ইসলাম সাফিনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন শাখার নেতারা।

সভাপতির বক্তব্যে সাকিবুল ইসলাম সাফিন বলেন, বাংলাদেশ আজ এক গভীর রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। বর্তমান সরকার তার অবৈধ ক্ষমতাকে নবায়ন করতে জনগণের সমস্ত দাবি উপেক্ষা করে আরও একটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত করেছে। দেশের মানুষ প্রহসনের এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে।

ফ্যাসিবাদী শাসনে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক পরিবেশ আজ বিপর্যস্ত। নতুন শিক্ষাক্রমের নামে শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে বিপর্যস্ত করা হচ্ছে। এরকম ভয়াবহ পরিস্থিতির মাঝে বাংলাদেশ ছাত্র ফেডারেশন তার ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে।

তিনি আরও বলেন, ১৯৮৫ সালের ১০ জানুয়ারি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের মাঝে ছাত্রসমাজকে নেতৃত্ব দিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন গঠন করা হয়। ছাত্র ফেডারেশন তার জন্মলগ্ন থেকেই এদেশের ছাত্রসমাজ-গণমানুষের প্রত্যেকটি ন্যায়সঙ্গত সংগ্রামে সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে থেকেছে, নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছে।

বক্তারা বলেন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নবিরোধী আন্দোলন, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন, ২০২০-২২ আগস্টের ছাত্র আন্দোলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার বাণিজ্যিকীকরণ বিরোধী আন্দোলন, নোয়াখালীতে ধর্ষণবিরোধী আন্দোলনসহ সর্বশেষ ফ্যাসিবাদবিরোধী সংগ্রামকে শক্তিশালী করতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য গঠনের ক্ষেত্রেও ছাত্র ফেডারেশনের নেতৃত্বমূলক ভূমিকা পালন করেছে। দীর্ঘ ৩৮ বছরের লড়াইয়ের পথে আমাদের অসংখ্য সহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, জেল খেটেছেন, গুলির মুখোমুখি দাঁড়িয়েছেন কিন্তু আমরা কখনও আপোষ করিনি। সামনের দিনেও ছাত্র ফেডারেশন সেই লড়াইয়ের ধারাবাহিকতায় বাংলাদেশের ছাত্রসমাজ ও গণমানুষের স্বার্থের পক্ষে আমাদের লড়াই অব্যাহত রাখবো।