দেশে মেয়াদোত্তীর্ণ গাড়ি পাঁচ লাখের বেশি: বিআরটিএ চেয়ারম্যান

 দেশে মেয়াদোত্তীর্ণ গাড়ি পাঁচ লাখের বেশি: বিআরটিএ চেয়ারম্যান

প্রথম নিউজ, ঢাকা : দেশে বর্তমানে ৫ লাখের বেশি যানবাহন মেয়াদোত্তীর্ণ বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। তবে এসব যানবাহনের ৩০ শতাংশ সড়কে চলাচল করে না বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস- ২০২৩ উদযাপন বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘দেশের পরিবহন ব্যবস্থার নিরাপত্তায় বড় সংকট এসব মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন গাড়ি। দেশে বর্তমানে মেয়াদোত্তীর্ণ গাড়ির সংখ্যা পাঁচ লাখেরও বেশি। যদিও এরমধ্যে ৩০ শতাংশ রাস্তায় চলে না। ফিটনেসবিহীন গাড়িও আছে।’

তিনি বলেন, ‘অনেক সময় ফিটনেসবিহীন গাড়ি ধরে ডাম্পিংয়ে দিচ্ছি। তারপরও সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল করছে। এসব যানবাহনের কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটছে।’

দেশে দুর্ঘটনা কমাতে সবাইকে সচেতন হতে হবে বলেও জানান নূর মোহাম্মদ মজুমদার।