দেশে দেশে গাজাবাসীর সমর্থনে র‍্যালি

গাজায় ইসরাইলের নিষ্ঠুরতার প্রতিবাদে বিশ্বজুড়ে গাজাবাসী তথা ফিলিস্তিনিদের সমর্থনে প্রতিবাদ, বিক্ষোভ হয়েছে।

দেশে দেশে গাজাবাসীর সমর্থনে র‍্যালি

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: গাজায় ইসরাইলের নিষ্ঠুরতার প্রতিবাদে বিশ্বজুড়ে গাজাবাসী তথা ফিলিস্তিনিদের সমর্থনে প্রতিবাদ, বিক্ষোভ হয়েছে। ইসরাইলের হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৪১৩৭। ধ্বংস করে দেয়া হয়েছে অসংখ্য স্থাপনা। রক্ষা পাচ্ছে না হাসপাতাল, ধর্মীয় স্থাপনা। সর্বশেষ তারা আল কুদস হাসপাতালকে ফাঁকা করে দেয়ার নির্দেশ দিয়েছে।

এসবের প্রতিবাদে আজ শনিবার বিক্ষোভ হয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায়। অন্যদিকে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনিতে বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ১৫০০০ মানুষ।

ফিলিস্তিনপন্থি র‌্যালি হওয়ার কথা অস্ট্রেলিয়ার রাজ্যগুলোর রাজধানী ব্রিসবেন, পার্থ ও হোবার্টে।

এ ছাড়া এশিয়ার দেশে দেশে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। জাতিসংঘের হিসাবে গাজায় যেসব মানুষকে হত্যা করা হয়েছে তার মধ্যে শতকরা ৭০ ভাগই নারী ও শিশু।

পক্ষান্তরে ইসরাইলে বিদেশি নাগরিকসহ কমপক্ষে ১৪০০ মানুষ নিহত হয়েছে।