দুর্নীতির কারণে সরকার ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ: খসরু
আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মিরপুর-১ মুক্তিযোদ্ধা সুপার মার্কেট সংলগ্ন রবিউল টাওয়ারের সামনে ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধে সচেতনতার জন্য লিফলেট বিতরণের সময় একথা বলেন তিনি।
প্রথম নিউজ, ঢাকা: সরকার দুর্নীতির কারণে ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ হওয়ায় হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। প্রতি ঘণ্টায় মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মিরপুর-১ মুক্তিযোদ্ধা সুপার মার্কেট সংলগ্ন রবিউল টাওয়ারের সামনে ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধে সচেতনতার জন্য লিফলেট বিতরণের সময় একথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, স্বাস্থ্যখাতে দুর্নীতির কারণে প্রতি ঘন্টায় মানুষের মৃত্যু হচ্ছে। মানুষের এ মৃত্যুর জন্য সরকারের ব্যর্থতা একমাত্র দায়ী।
জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা নেই উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘দায়বদ্ধতা না থাকায় মানুষের মৃত্যু বাড়ছে। তাই নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় কঠোর আন্দোলন গড়ে তুলে সরকারের পতন ঘটাতে হবে। এমন সরকার প্রতিষ্ঠা করতে হবে যাদের জনগণের প্রতি দায়বদ্ধতা থাকবে।’
এজন্য সরকারের পতন ছাড়া আর কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।