দাবি না মানলে ২৫ জুলাই থেকে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ: অ্যাম্বুলেন্স মালিক সমিতি

আজ বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন সংগঠনের নেতারা।

দাবি না মানলে ২৫ জুলাই থেকে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ: অ্যাম্বুলেন্স মালিক সমিতি

প্রথম নিউজ, ঢাকা: ছয় দফা দাবি আদায়ে মাঠে নেমেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। তাদের এ দাবি না মানলে আগামী ২৫ জুলাই থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা। আজ বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন সংগঠনের নেতারা।

তাদের দাবিগুলো হলো- সেবা খাতে অ্যাম্বুলেন্সের প্রাইভেটকারের আয়কর বিআরটিএ কর্তৃক (এআইটি) না নেওয়া, অ্যাম্বুলেন্সের জাতীয় নীতিমালা করা, টোল ফ্রি অ্যাম্বুলেন্স চলাচল, হাসপাতালগুলোতে পার্কিং সুবিধা, রোগী থাকা অবস্থায় দ্রুত গ্যাস ও সড়কে হয়রানিমুক্ত চলাচল নিশ্চিত করা।

সমিতির নেতারা বলেন, আমরা কোনো রাজনৈতিক সংগঠন না। সরকারবিরোধী আন্দোলনও করছি না। আমরা মানবসেবামূলক কাজ করে থাকি। আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক। সরকার যদি আমাদের দাবি মেনে নেয়, তাহলে আমরা কর্মসূচি বাতিল করে অ্যাম্বুলেন্স চলাচল স্বাভাবিক রাখবো।

মানববন্ধনে সভাপতিত্ব করেন অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি মো. দবির হোসেন, সাধারণ সম্পাদক মো. বাদল মাতব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. উজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।