দোনেৎস্কের ৪২ গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া
প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের ৪২টি গ্রাম রুশ বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে বলে নিশ্চিত করেছে ইউক্রেন।
শুক্রবার জাতীয় টেলিভিশনে এ তথ্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্টের চিফ অব স্টাফ ওলেনা সিমোনেনকো।
তবে তিনি আশা করেছেন, ইউক্রেনের সেনারা শিগগিরই ওই গ্রামগুলো পুনর্দখল করতে সক্ষম হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া দোনবাসের দিকে লড়াই জোরদার করেছে এবং তাদের মূল লক্ষ্য হলো— ইউক্রেনের পূর্বাঞ্চলে তাদের নিয়ন্ত্রণ বাড়ানো।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও দোনেৎস্ককে (যা একত্রে দোনবাস নামে পরিচিত) আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর ওই দুই অঞ্চলকে বেসামরিকীকরণ, ইউক্রেনের ন্যাটোতে যোগ না দেওয়ার নিশ্চিয়তা ও দেশটিকে নাৎসিমুক্ত ২৪ ফেব্রুয়ারি থেকে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে রুশ বাহিনী।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews