দুই নবজাতককে হত্যা করে ফ্রিজে রাখেন মা

দুই নবজাতককে হত্যা করে ফ্রিজে রাখেন মা

প্রথম নিউজ ডেস্ক: জন্মের পর দুই নবজাতককে হত্যা করে তাদের মৃতদেহ একটি ফ্রিজে ঢুকিয়ে রাখেন দক্ষিণ কোরিয়ার এক মা। সন্দেহজনকভাবে বুধবার তাকে আটক করেছে দেশটির পুলিশ। তারা বলেছে, ওই মায়ের বয়স ত্রিশ উত্তীর্ণ। তিনি দুই সন্তানকে জন্ম দেয়ার পর পরই তাদেরকে হত্যা করেন। প্রথম সন্তানকে হত্যা করেন ২০১৮ সালের নভেম্বরে। দ্বিতীয়টিকে ২০১৯ সালের নভেম্বরে। বার্তা সংস্থা ইয়োনহ্যাপ এ খবর দিয়েছে।

রাজধানী সিউলের ঠিক দক্ষিণে সুয়োন এলাকায় নিজের এপার্টমেন্টে এ ঘটনা ঘটান ওই মা। আটক করে জিজ্ঞাসাবাদে তিনি নবজাতকদের হত্যার কথা স্বীকার করেছেন। তবে অন্য কোনো বিস্তারিত তথ্য দেননি।

ফলে জানা যাচ্ছে না, কি কারণে তাদেরকে হত্যা করেছেন। সুয়োন সিটি সরকারের তরফ থেকে ওই শিশুদের বিষয়ে রিপোর্ট পাওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ। কারণ, ওই সন্তানদের জন্মের বিষয় রিপোর্ট করা হয়নি। কিন্তু তাদের জন্মের সনদ আছে।