তিস্তায় নৌকাডুবি, ৩ কৃষক নিখোঁজ অনলাইন ডেস্ক
আজ সকাল সাড়ে ৮টার দিকে হাতীবান্ধা উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের দুবনী হাজীরমোর এলাকায় তিস্তা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
প্রথম নিউজ, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীতে নৌকাডুবিতে ৩ জন কৃষক নিখোঁজ হয়েছেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে হাতীবান্ধা উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের দুবনী হাজীরমোর এলাকায় তিস্তা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরী দল কাজ শুরু করছে। নিখোঁজ ব্যক্তিরা হলেন- হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের ফজলু মিয়া (৬০), আহেদুল ইসলাম (৫৮) ও শফিকুল ইসলাম (৫৫)। এ তথ্য নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।
পুলিশ জানিয়েছে, একটি নৌকায় ১০ কৃষক তিস্তার চরে যাচ্ছিলেন। নদীর মাঝখানে প্রবল স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। সেসময় স্থানীয়রা দ্রুত অন্য একটি নৌকা নিয়ে এসে ৭ জনকে উদ্ধার করেন।