তেলআবিব ও হাইফায় হামলা চালাতে সক্ষম আরাশ ড্রোন

ইহুদিবাদী দেশ ইসরাইলের তেলআবিব এবং হাইফা নগরীতে হামলা চালানোর জন্য আরাশ নামে অত্যাধুনিক ড্রোন তৈরি করেছে ইরান

তেলআবিব ও হাইফায় হামলা চালাতে সক্ষম আরাশ ড্রোন
তেলআবিব ও হাইফায় হামলা চালাতে সক্ষম আরাশ ড্রোন-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ইহুদিবাদী দেশ ইসরাইলের তেলআবিব এবং হাইফা নগরীতে হামলা চালানোর জন্য আরাশ নামে অত্যাধুনিক ড্রোন তৈরি করেছে ইরান।

যদি ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরু হয়, তা হলে এ ড্রোন ব্যবহার করার ঘোষণা দিয়েছে ইরান। খবর আনাদোলুর।

ইরানের সামরিক বাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হায়দারি বলেছেন, প্রথম দিকে যে আরাশ-ওয়ান ড্রোন বানানো হয়েছিল তার আধুনিক সংস্করণ হচ্ছে আরাশ-২ ড্রোন।

ইরানের এ সামরিক কর্মকর্তা জানান, নতুন এই ড্রোনের অনন্য কিছু বৈশিষ্ট্য এবং সক্ষমতা রয়েছে। হামলা চালানোর আগে এই ড্রোন বেশ কয়েকবার লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য যাচাই করে নিতে পারে।

জেনারেল কিউমার্স হায়দারি বলেন, এই আরাশ বিশেষভাবে ইসরাইলের হাইফা এবং তেলআবিবে হামলার জন্য তৈরি করা হয়েছে। পরবর্তী সামরিক মহড়ায় এই ড্রোনের সক্ষমতা দেখানো হবে।

উল্লেখ্য, ইসরাইলকে কোনো দেশ হিসেবে স্বীকার করে না ইরান। এমনকি ইসরাইল নামে কোনো শব্দও ব্যবহার করে না তারা। এর বদলে তারা বলেছে— তেলআবিব ও হাইফায় শহরের নাম ব্যবহার করে।

এদিকে ইরানের সঙ্গে কয়েক দিন ধরে ২০১৫ সালের পারমাণবিক চুক্তিটি পুনরায় সম্পাদন করার চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো। কিন্তু ইসরাইল এর বিরোধিতা করছে।

ইসরাইলের দাবি পারমাণবিক চুক্তি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা ওঠে যাবে। এতে করে বিভিন্ন দেশে আটকে থাকা তাদের অর্থও ছাড় হয়ে যাবে, যা দিয়ে ইরান আরও শক্তিশালী সমরাস্ত্র তৈরি করবে

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom