‘তৈরি পোশাক রপ্তানিতে মোংলাবন্দরের চাহিদা দিন দিন বাড়ছে’
বাণিজ্যিক জাহাজ আগমনে প্রতিবছর তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড

প্রথম নিউজ,মোংলা: মোংলাবন্দর প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে দক্ষিণ-পশ্চিমাঞ্চল তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। বাণিজ্যিক জাহাজ আগমনে প্রতিবছর তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড।
পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হলে এ অঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ ও আরও অধিকতর ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি হবে। মোংলাবন্দরের মাধ্যমে তৈরি পোশাকশিল্প আমদানি-রপ্তানির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
ইতোমধ্যে বিশ্ব বিখ্যাত তৈরি পোশাক আমদানিকারক প্রতিষ্ঠান M/S H & M HENNES & MAUNITZ LOGISTIC, POLAND মোংলাবন্দরের মাধ্যমে তৈরি পোশাক আমদানিতে আগ্রহের কথা জানিয়েছে।
মোংলাবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়ালি একাধিকবার মিটিং শেষে রোববার ৬টি বিল অব এন্ট্রির বিপরীতে ১৫৮৫ প্যাকেজ (টন) তৈরি পোশাক দুটি কনটেইনারে স্টাফিং কার্যক্রম সম্পন্ন করে।
এসব পোশাক গাজীপুরের ৪টি প্রতিষ্ঠান— মেসার্স ফ্লেমিং ফ্যাশন লিমিটেড, মেসার্স মেট্রিক্স সুয়েটার লিমিটেড, দিগন্ত সুয়েটার ও লিবাস টেক্সটাইল লিমিটেড থেকে রপ্তানির উদ্দেশ্যে মোংলা বন্দরে আনা হয়। কনটেইনার দুটি পরবর্তী কনটেইনারবাহী জাহাজে পোল্যান্ডের উদ্দেশ্যে বন্দর ত্যাগ করবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: