তাপপ্রবাহ অব্যাহত থাকবে আরও ৫-৬ দিন

তাপপ্রবাহ অব্যাহত থাকবে আরও ৫-৬ দিন

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীসহ সারাদেশে বইছে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ। অসহ্য গরমে বিপর্যস্ত হয়েছে জনজীবন। হাঁসফাঁস করছে প্রাণিকূল। কোথাও বৃষ্টির দেখা নেই। আবহাওয়া অফিস বলছে- এই অসহ্য গরম থাকবে আরও ৫-৬ দিন। এরপর বৃষ্টি হতে পারে, তাপমাত্রাও সহনীয় পর্যায়ে আসতে পারে। এদিকে আজ সকালে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৪০ দশমিক ৭ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। আর রাজধানী ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৬ ডিগ্রি। তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরম অনুভূত হচ্ছে বেশি।

আজ মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কেবল রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তাপমাত্রা থাকছে ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এছাড়া সারা দেশে তাপপ্রবাহ মৃদু থেকে মাঝারী ধরনের; অর্থাৎ ৩৬ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে।

এদিন সকাল ৬টায় ঢাকার বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, জুন মাসের ৬ দিন চলে গেছে, এখনো মৌসুমি বায়ু (বর্ষা) আসেনি। মৌসুমি বায়ু বৃষ্টি নিয়ে আসে আর বৃষ্টি শুরু হলে তাপমাত্রা কমে যায়। তিনি আরও বলেন, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির পরিস্থিতি হয়েছে। এছাড়া আরব সাগরে একটি নিম্নচাপ রয়েছে। ফলে এই ২ পথেই মৌসুমি বায়ু বাধাগ্রস্ত হচ্ছে। আরব সাগরের নিম্নচাপটি ঘূর্ণীঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে সেটি আমাদের দিকে আসবে না। বঙ্গোপসাগরের লঘুচাপ ও আরব সাগরের নিম্নচাপ গুরুত্বহীন হয়ে না পড়া পর্যন্ত মৌসুমি বায়ু আসার সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, আরও অন্তত ৫ থেকে ৬ দিন অপেক্ষা করতে হবে। তারপর বৃষ্টি শুরু হবে এবং তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসবে।