তিনদিনে বদলে যাবে ডিএমপি মিডিয়া সেন্টার
প্রথম নিউজ, ঢাকা : বেনজীর আহমেদ ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার থাকাকালে মিডিয়া সেন্টারে দুটি কম্পিউটার, বসার জায়গায় সোফা ও এসি সংযুক্ত হয়েছিল। তবে গত ১০ বছরে ধীরে ধীরে জরাজীর্ণ দশা হয় মিডিয়া সেন্টার সংলগ্ন সাংবাদিকদের বসার কক্ষটি।
নতুন কমিশনার হিসেবে সোমবার (২ অক্টোবর) ‘মিট দ্য প্রেস’ শেষে সাংবাদিকদের বসার জায়গা পরিদর্শন করে পরিবর্তন ও নতুন করে সবকিছু স্থাপনের নির্দেশ দিয়েছেন হাবিবুর রহমান।
পরিদর্শনে সাংবাদিকদের কাছে তিনি জানতে চান— কয়দিনের মধ্যে বদল চান এই অবস্থার? সাংবাদিকরা জানান, সাতদিনের মধ্যে অবস্থার বদল চান তারা। এর প্রেক্ষিতে হাবিবুর রহমান প্রতিশ্রুতি দেন, সাতদিন নয় তিনদিনে বদলে যাবে সাংবাদিকদের বসার জায়গা।
তিনি তাৎক্ষণিকভাবে ডিসি মিডিয়া ও ডিসি লজিস্টিককে ডেকে একটি এসি, দুটি নতুন আপডেটেড কম্পিউটার, নতুন সোফা ও টেবিল চেয়ার স্থাপনের নির্দেশ দেন।
তিনি বলেন, যেকোনো জায়গায় পরিবর্তন দরকার হলে আগে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। সচেতনতা ও অপরাধ দমনে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। অপরাধবিষয়ক সাংবাদিকদের পেশাগত কাজে ডিএমপিতে আসতে হয়। মিডিয়া সেন্টারে বসতে হয়। এখানকার পরিবেশ জন ও সাংবাদিকবান্ধব হওয়া উচিত।
এর আগে ৩৬তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেই রাজারবাগে ফোর্সদের ব্যারাকে যান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সরেজমিনে তিনি সদস্যদের থাকার জায়গা, রান্নাঘর, বাথরুম, জিমনেসিয়াম পরিদর্শন করেন। তাৎক্ষণিক তিনি সদস্যদের থাকা-খাওয়ার সমস্যা সমাধানে নির্দেশনা দেন। পাশাপাশি খাবারের তালিকায় মৌসুমী ফল পরিবেশনের নির্দেশ দেন।