তিন ঘণ্টা পর সৈয়দপুরে বিমান চলাচল স্বাভাবিক

তিন ঘণ্টা পর সৈয়দপুরে বিমান চলাচল স্বাভাবিক

প্রথম নিউজ, নীলফামারী : ঘন কুয়াশা কেটে যাওয়ায় ৩ ঘণ্টা পর নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ২টা ২০ মিনিট থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বেলা ১১টা ২০ মিনিট থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে কোনো ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করতে পারেনি। এতে বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা ও নভোএয়ারের ৪টি ফ্লাইটের ঢাকাগামী দুই শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন।

সৈয়দপুর আবহাওয়া অফিসের তথ্যমতে, সৈয়দপুরে আজ এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশেরও সর্বনিম্ন তাপমাত্রা। বেলা ১১টায় বিমানবন্দরের রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল ৫০০ মিটার, আর বেলা ১২টায় তা বেড়ে দাঁড়ায় ৭০০ মিটার। দুপুর ২টার দিকে কুয়াশা কেটে যাওয়ায় ফ্লাইট চলাচলের প্রয়োজনীয় দৃষ্টিসীমা চলে আসে। সাধারণত ২ হাজার মিটার দৃষ্টিসীমা থাকলে রানওয়েতে বিমান ওঠানামা করতে পারে।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন ঢাকা পোস্টকে বলেন, উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে সৈয়দপুরে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সৈয়দপুরের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সৈয়দপুরে আজ এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশেরও সর্বনিম্ন তাপমাত্রা।

বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ ঢাকা পোস্টকে বলেন, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছিল। প্রায় ৩ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ফ্লাইট চলাচল। কুয়াশার কারণে শিডিউল বিপর্যয় হলেও কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।