তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন আসবে না: কৃষিমন্ত্রী

তিনি জানান, ধানের অবৈধ মজুত সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন আসবে না: কৃষিমন্ত্রী

প্রথম নিউজ,ঢাকা: পৃথিবীর কোনও দেশেই তত্ত্বাবধায়ক সরকার নেই, বাংলাদেশেও আর কোনোদিন আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। 

আজ বৃহস্পতিবার  সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) প্রকল্পের আওতায় কৃষির উৎপাদন সম্প্রসারণ বিষয়ক এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘বিএনপি যতই এ (তত্ত্বাবধায়ক সরকার) নিয়ে কথা বলুক বা বিদেশিদের সঙ্গে কথা বলুক; এতে কোনও লাভ হবে না। নির্বাচনে আসতে হলে বিএনপিকে জনগণের কাছেই ফিরতে হবে। যুক্তরাষ্ট্র যত বড় ক্ষমতাধর দেশই হোক না কেন, বাংলাদেশের নির্বাচনের বিষয়ে তাদের কোনও কিছু করার নেই। তিনি বলেন, ‘বিএনপি যদি মনে করে বিদেশিদের সাথে আলোচনা করে আন্দোলনের ক্ষেত্র তৈরি করবে সেটা কোনোদিনই সফল হবে না।

দেশে ধানের অবৈধ মজুত সন্ধানে অভিযান থেমে যায়নি বলে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘বাজার স্থিতিশীল রাখতেই সরকার চাল আমদানির অনুমতি দিয়েছে। আমাদের কাঙ্ক্ষিত একটি টার্গেট আছে; যা প্রকাশ করা হবে না। কাঙ্ক্ষিত সেই পরিমাণ চাল দেশে এসে গেলে আমদানি বন্ধ করে দেওয়া হবে। কাজেই চাল আমদানিতে দেশীয় কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই’।

আমদানির ফলেই চালের বাজার স্থিতিশীল রয়েছে বলেও দাবি করেন কৃষিমন্ত্রী। দেশে এখন চিকন চালের চাহিদা বেড়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘এরফলে দেশীয়ভাবে চিকন চাল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom