ঢাকা-সিলেট মহাসড়কে টায়ারে অগ্নিসংযোগ-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকা-সিলেট মহাসড়কে টায়ারে অগ্নিসংযোগ-ককটেল বিস্ফোরণ, আটক ৮

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ : অবরোধের তৃতীয় ও শেষদিনে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-সিলেট মহাসড়কের মিরেরটেক এলাকায় বিক্ষোভে নেমেছেন বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা কয়েকটি টায়ারে আগুন দেন ও ককটেল বিস্ফোরণ ঘটান। পৃথক দুই স্থান থেকে পুলিশ আটজনকে আটক করেছে। 


বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক ও সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

সূত্র জানায়, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ও সানারপাড় এলাকায় টায়ারে আগুন দেয়। একই সময়ে জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মামুন মাহমুদের অনুসারীরা মাদানীনগর এলাকায় টায়ার পুড়িয়ে অগ্নিসংযোগ করেন। এসময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক টিএইচ তোফাসহ চারজনকে আটক করে পুলিশ


অন্যদিকে সিদ্ধিরগঞ্জের সাজেদা হাসপাতালের সামনে জেলা কৃষকদলের নেতাকর্মীরা তিনটি বাস ভাঙচুর করে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। সেখান থেকে পুলিশ আরও ৪ জনকে আটক করে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, গুরুত্বপূর্ণ মহাসড়ক ছাড়াও নারায়ণগঞ্জের কোথাও কেউ যেন কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যে কোনো বিশৃঙ্খলারোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।