ডামি নির্বাচন ইতিমধ্যেই ড্যাম হয়ে গেছে: আব্দুল মুক্তাদির
রোববার বিকাল সাড়ে ৪টায় সিলেটের বটেশ্বর বাজারে নির্বাচন বর্জন করে দলীয় লিফলেট বিতরণকালে উপরোক্ত কথা বলেন খন্দকার আব্দুল মুক্তাদির।
প্রথম নিউজ, সিলেট: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পাতানো এই নির্বাচনে প্রার্থী নিজেই বলেন আমি ভারতের প্রার্থী। নির্বাচনের ফলাফল ভোটের আগেই ঠিক হয়ে গেছে। শুধু রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকা খরচ করা ছাড়া আর কিছু নেই। ডামি এই নির্বাচন ইতিমধ্যেই ড্যাম হয়ে গেছে। ভাগ-বাটোয়ারার এই নির্বাচন দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। গণতন্ত্র আজ বিপন্ন উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের মানবাধিকার আজ ধ্বংসের পথে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশিত যে অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয়েছে সেই অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে ও এই ডামি নির্বাচন বর্জন করার লক্ষ্যে আমাদের এই প্রচারণা। গত ২৮শে অক্টোবরের পর থেকে আমরা কেউ বাড়িতে ঘুমাতে পারি নাই। শুধু তাই নয়, আমরা গত ১৫ বছর ধরে এই দুঃশাসনের হাতে জিম্মি রয়েছি। সিলেট-১ আসনসহ দেশের জনগণকে পাতানো নির্বাচনের দিন কেন্দ্রে না যেতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। রোববার বিকাল সাড়ে ৪টায় সিলেটের বটেশ্বর বাজারে নির্বাচন বর্জন করে দলীয় লিফলেট বিতরণকালে উপরোক্ত কথা বলেন খন্দকার আব্দুল মুক্তাদির।
এসময় বাজারের ব্যবসায়ীরাও নির্বাচন বর্জন করেছেন বলে বিএনপি নেতাকর্মীদের প্রতি একমত পোষণ করেন। লিফলেট বিতরণ ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, আনোয়ার হুসেন মানিক, শাহপরান আহমদ, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, মহানগরীর ১৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শুয়েব আহমদ, জেলা ছাত্রদল নেতা আবদুল্লাহ, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুফিয়ান আহমদ সবুজ প্রমুখ।
জেলা বিএনপি: সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না। এই আন্দোলন দেশের সাধারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার, দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের। শুক্রবার বাদ জুমা নগরীর মিরাবাজার এলাকায় সিলেট জেলা বিএনপি’র উদ্যোগে চলমান অসহযোগ আন্দোলনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হাসান পাটোয়ারী রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল আহাদ খান জামাল, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান ও আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ডা. নাজিম উদ্দিন, মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, সহ-সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আকবর হোসেন, বোরহান উদ্দিন, রাসেল আহমদ, আং রাজ্জাক, রাহাত আহমদ প্রমুখ।
যুবদলের লিফলেট বিতরণ: বিএনপি ঘোষিত চলমান ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে নগরীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে যুবদল। রোববার বিকালে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেকের নেতৃত্বে নগরীর জিন্দাবাজার এলাকার বিভিন্ন মার্কেট ও শপিংমলে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, যুবদল নেতা কয়েস আহমদ, জামিল আহমদ, আলি আহমদ আলম, এনামুল হক চৌধুরী শামিম, প্রানেষ দে, জুয়েল আহমদ জুবেদ, আবু হানিফ, আব্দুল মালেক, এমাদ উদ্দিন চৌধুরী, ইকবাল হোসেন গেদু, রিয়াজ আহমদ, সজিবুর রহমান রুবেল, সাইদ আহমেদ দিপক, হাসান আহমদ রাসেল, রাহাত আহমদ টিপু, রানা শাহ, মিজান আহমদ ও মিনহাজ আহমেদ মিনার প্রমুখ। এদিকে, সিলেট জেলা ও দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দল ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে রোববার বিকালে কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্ট থেকে শুরু করে হুমায়ুন চত্বর পর্যন্ত লিফলেট বিতরণ, গণসংযোগ ও প্রতিবাদ মিছিল করেছে। লালদীঘিরপাড় এলাকায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।