টেস্টে বাংলাদেশের বিপদে সবচেয়ে বন্ধু লিটনের অসাধারণ কীর্তি
প্রথম নিউজ, ডেস্ক: অসাধারণ, অবিশ্বাস্য, দুর্দান্ত- এমন অনেকগুলো বিশেষণ গতকাল রোববার দেখা গেছে লিটন দাসের নামের পাশে। গণমাধ্যমের সৃজনশীল শিরোনামে লিটনকে এনে পাশেই লেখা হয়েছিল এসব বিশেষণ।
রাওয়ালপিন্ডিতে গতকাল ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন চরম বিপদে, তখন হাত বাড়িয়ে দেন লিটন। দলকে ধ্বংসস্তূপ থেকে তুলে আনেন। সেরা ত্রাণকর্তার ভূমিকায় নিজেকে বিসর্জন দেন লিটন। পাক পেসারদের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে কঠিন প্রতিরোধ গড়ে তোলেন টাইগার ব্যাটার।
মেহেদী হাসান মিরাজ নিয়ে ১৫৬ রানের জু্টি গড়েন লিটন। মিরাজের বিদায়ের পর বলতে গেলে একাই লড়াই করেন তিনি। একপ্রান্তের আড়ালে কৌশলে উভয় প্রান্তই আগলে রাখেন। কারণ, অপরপ্রান্তে যে আছেন স্বীকৃত পেসার হাসান মাহমুদ!
হাসান মাহমুদ অবশ্য লিটনকে দারুণ সঙ্গ দেন। সেটিও ছিল অবিশ্বাস্য। হাসানকে নিয়ে ৬৯ রানের জুটি করেন লিটন। বীরত্বপূর্ণ ব্যাটিং করে লিটন থামেন ১৩৮ রানে (২২৮ বলে)।
বাংলাদেশের কঠিন বিপদের মুহূর্তে এরকম আরও তিনবার সেঞ্চুরি করেছিলেন লিটন। যে কারণে তাকে টেস্ট ক্রিকেটে সেরা ত্রাণকর্তা বলতেই হয়। দেখা যাক, যেভাবে বাংলাদেশের বিপদে এগিয়ে এসেছিলেন লিটন।
৫০ বা তার কম রানে যখন বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ফেলেছিল, এমন তিনটি ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন। এর মধ্যে গতকালেরটা বাদ দিলে আরও দুটি সেঞ্চুরি আছে ডানহাতি এই ব্যাটারের।
২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন লিটন। পাকিস্তানের বিপক্ষে এটি ছিল তার প্রথম সেঞ্চুরি। এরপর ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে শেরে বাংলায় ২৪ রানে ৫ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ওই ইনিংসে লিটন করেছিলেন ১৪১ রান।দল ৫০ রানও করতে পারেনি, এমন সময়ে ৬ নম্বরে মাঠে নেমে সেঞ্চুরি হাঁকানো একমাত্র বাংলাদেশি ব্যাটার হলেন লিটন।
এছাড়া দলীয় সংগ্রহ ৫০ রানের মাইলফলক স্পর্শ করার আগে সাত নম্বরে ব্যাট করতে নেমে ব্যক্তিগত সর্বোচ্চ রান তোলার রেকর্ডও আছে লিটনের। টেস্টে সাত বা তার পরে নেমে লিটনের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ছুঁতে পারেননি বিশ্বের আর কোনো ব্যাটার।
শ্রীলঙ্কার বিপক্ষে ২০২২ সালে সাত বা তার পরে নেমে ১৪১ রানের ইনিংস খেলেছিলেন লিটন। এই তালিকায় পরের রেকর্ডটিও তার। তৃতীয় স্থানে আছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯৯২ সালে ১২৯ রানের ইনিংস খেলেছিলেন সাবেক ভারতীয়।
তালিকার চার নম্বরে আছে শ্রীলঙ্কার ক্রিকেটার ধনঞ্জয়া ডি সিলভার নাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৬ সালে ১২৯ রান করেছিলেন তিনি। পঞ্চম স্থানে আছেন ইংল্যান্ডের জ্যাক রাসেল। ১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২৮ রান করেছিলেন তিনি।