টোল আদায়ের নামে নৌপথে চাঁদাবাজি, পরিবহন ধর্মঘটের ডাক

আজ মঙ্গলবার (১২ সেপ্টম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে অনির্দিষ্টকালের জন্য এই ডাক দিয়েছে তাহিরপুর চুনাপাথর, কয়লা আমাদানিকারক গ্রুপ। অনির্দিষ্টকালের এই ধর্মঘটে কর্মহীন হয়ে পড়েছে ২০ হাজার শ্রমিক।

টোল আদায়ের নামে নৌপথে চাঁদাবাজি, পরিবহন ধর্মঘটের ডাক

প্রথম নিউজ, ঢাকা: নৌপথে চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে দেশের উত্তরপূর্বাঞ্চলের বৃহৎ তিনটি শুল্ক স্টেশন থেকে সারাদেশে কয়লা, চুনাপাথর পরিবহন বন্ধ রেখেছে সুনামগঞ্জের ৭০০ আমদানিকারক।

আজ মঙ্গলবার (১২ সেপ্টম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে অনির্দিষ্টকালের জন্য এই ডাক দিয়েছে তাহিরপুর চুনাপাথর, কয়লা আমাদানিকারক গ্রুপ। অনির্দিষ্টকালের এই ধর্মঘটে কর্মহীন হয়ে পড়েছে ২০ হাজার শ্রমিক।

ব্যবসায়ী ও শ্রমিকরা জানান, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বড়ছড়া, বাগলি, চারাগাঁও শুল্ক স্টেশনে আমদানিকৃত কয়লা ও চুনাপাথর পাটলাই নদী দিয়ে পরিবহনের সময় বিআইডাব্লিউসহ বিভিন্ন নামে একাধিক স্থানে দফায় দফায় চাঁদা দিতে হয় ব্যবসায়ীদের। এতে আমাদানি ব্যয় বেড়ে লোকসানের মুখে পড়তে হয় তাদের। তাছাড়া স্থানীয় খাসকালেকশনের নামে হয়রানির অভিযোগও করেন ব্যবসায়ী শ্রমিকরা।

নৌপথে চাঁদার নামে হয়রানি বন্ধ না হলে কয়লা ও চুনাপাথর আমদানি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনরত ব্যবসায়ীরা। দুপুরে তাহিরপুর আমদানিকারক গ্রুপের কার্যলয়ে প্রতিবাদ সভা করে ধর্মঘটে একাত্মতা পোষণ করেন সকল চুনাপাথর ও কয়লা ব্যবসায়ীরা। ব্যবসায়ী ও শ্রমিকদের পক্ষ থেকে ধর্মঘটের ঘোষণা প্রদান করেন আমদানিকারক গ্রুপের সভাপতি আলকাছ খন্দকার। চাঁদা ও হয়রানি বন্ধে সরকারের সংশ্লিষ্ট প্রশাসের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।