ট্রেনে কাটা পড়ে যুবক-যুবতীর মৃত্যু
শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সীতাকুণ্ডের শুকলালহাট ও মীরসরাইয়ের মস্তাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রথম নিউজ, চট্টগ্রাম: পৃথক দুর্ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ড ও মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবক-যুবতীর মৃত্যু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সীতাকুণ্ডের শুকলালহাট ও মীরসরাইয়ের মস্তাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস বাড়বকুণ্ড শুকলালহাট এলাকা অতিক্রম করার সময় অজ্ঞাতপরিচয় এক তরুণী (২২) ট্রেনে কাটা পড়েন। পরে সেখান থেকে তাকে মৃত উদ্ধার করা হয়।