ট্রাক আটকে টিসিবির পণ্য লুট

বৃহস্পতিবার বিকেলে উপজেলার পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে

ট্রাক আটকে টিসিবির পণ্য লুট
ট্রাক আটকে টিসিবির পণ্য লুট

প্রথম নিউজ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে ট্রাক আটকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলা খাদ্য গুদাম থেকে টিসিবির পণ্য ভর্তি একটি ট্রাক উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ মাঠে বিতরণের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে আসা মাত্রই আগে থেকে ওৎপেতে থাকা ৪০-৫০ জনের একটি সংঘবদ্ধ দল ট্রাকটির গতিরোধ করে কমপক্ষে ৪০ প্যাকেট মালামাল লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মো: সোহেল, উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুদ আলম, পুমদী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সাইদুর রহমানসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দুর্বৃত্তদের চিহ্নিত করা ও লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করেন। স্থানীয় হাজী ট্রেডার্সের মালিক টিসিবি ডিলার হায়দার আলী জানান, লুট হওয়া এসব প্রতি প্যাকেটে ছিল দুই কেজি চিনি, দুই কেজি সয়াবিন তেল, দুই কেজি ছোলা ও দুই কেজি মসুরের ডাল। স্থানীয়রা জানান, নিম্ন আয়ের অভাবি লোকজন গত কয়েকদিন ধরে লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনতে না পেরে হতাশা ও ক্ষোভ থেকেই হয়তোবা এ ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে।

এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মো: মাসুদ আলম জানান, পুলিশ আশপাশে অভিযান অব্যাহত রেখেছে । খুব শিগগিরই এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom