টানা ১২৭ ঘণ্টা নেচে বিশ্ব রেকর্ড গড়লো ১৬ বছরের কিশোরী

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, "সৃষ্টি সুধীর জগতাপ নামের ওই কিশোরী ১২৭ ঘণ্টা সময় ধরে একটানা নাচ করে আগের রেকর্ডটি ভেঙেছেন।

টানা ১২৭ ঘণ্টা নেচে বিশ্ব রেকর্ড গড়লো ১৬ বছরের কিশোরী

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: টানা ৫ দিন, ১২৭ ঘণ্টা। দীর্ঘতম নৃত্য পরিবেশন করে রেকর্ড গড়লেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের লাতুর জেলার ১৬ বছরের কিশোরী। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, "সৃষ্টি সুধীর জগতাপ নামের ওই কিশোরী ১২৭ ঘণ্টা সময় ধরে একটানা নাচ করে আগের রেকর্ডটি ভেঙেছেন। এর আগে ২০১৮ সালে নেপালি নৃত্যশিল্পী বন্দনা নেপালের রেকর্ডটি ছিলো ১২৬ ঘণ্টার। "পারফরম্যান্সের বর্ণনা দিতে গিয়ে,গিনেসের অফিসিয়াল অ্যাডজুডিকেটর স্বপ্নিল ডাঙ্গারিকর বলেছেন, "সৃষ্টির নাচের ম্যারাথন তার কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছিল, হলটি পুরো সমর্থকদের দ্বারা ভিড়ে পরিপূর্ণ ছিল।"

স্বপ্নিল বলেন, সৃষ্টি নাচ করতে করতে যখন খুব ক্লান্ত হয়ে পড়ছিলো তখন তাকে সতেজ রাখতে বার বার তার মুখে পানি ছেটানো হচ্ছিলো। তার বাবা-মা সব সময় তার পাশে ছিলেন। সামগ্রিকভাবে এটি একটি খুব চিত্তাকর্ষক পারফরম্যান্স ছিলো। সৃষ্টি ২৯ মে সকালে পারফর্মেন্স শুরু করেন, যেটি শেষ হয় ৩ জুন বিকেলে। তারপরে, সারা দিন ঘুমিয়ে কাটিয়েছে ওই কিশোরী। 

গিনেসের মতে, এই রেকর্ডটি অর্জন করতে, একজন স্বীকৃত নৃত্যশৈলীকে অবশ্যই একটি যুক্তিসঙ্গত মানদণ্ড মেনে চলতে হয়। অংশগ্রহণকারীর পা সর্বদা সঙ্গীতের সাথে সঞ্চালিত হতে হবে। থামলে চলবে না। সৃষ্টি কত্থক নৃত্যশৈলী পরিবেশন করেছিলেন, যা ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের আটটি প্রধান রূপের একটি। সৃষ্টি ১৫ মাস ধরে তার রেকর্ড প্রচেষ্টার জন্য প্রস্তুতি নিয়েছেন। তিনি তার দাদা, বাবন মানের কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন, যিনি তাকে যোগ নিদ্রা শিখিয়েছিলেন, যা 'যোগিক ঘুম' নামে পরিচিত। এটি একটি বিশেষ ধরনের ধ্যান। সূত্র : এনডিটিভি