ঝিনাইদহে শত্রুতার বলি ৬০০ কলাগাছ

সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের করিমপুর গ্রামে এ ঘটনা ঘটে

ঝিনাইদহে শত্রুতার বলি ৬০০ কলাগাছ

প্রথম নিউজ, ঝিনাইদহ: ঝিনাইদহে রাতের আঁধারে এক কৃষকের ৬০০ কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১০ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের করিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক বশির লস্কর জানান, গ্রামের মাঠের নিজের ২ বিঘা জমিতে ৬০০ কলাগাছ লাগিয়েছিলেন। কিছু দিনের মধ্যে কলা বিক্রি করবেন। কিন্তু গত রাতে কে বা কারা তার জমির সব কলাগাছ কেটে দিয়েছে। সকালে মাঠে এসে তিনি কাটা কলাগাছ দেখতে পান। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, শত্রুতাবশত প্রতিপক্ষের লোকজন এমন কাজ করতে পারেন বলে ধারণা করছেন। তার সঙ্গে শত্রুতা থাকতে পারে কিন্তু ফসলের সঙ্গে যারা শত্রুতা করল, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ঘটনাটি শুনেছি। এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom