জর্জিয়া: গত নির্বাচনে জয় পাওয়া অঙ্গরাজ্যে পিছিয়ে পড়েছেন বাইডেন

ত বৃহস্পতিবার প্রকাশিত হয় ফক্স নিউজের ওই জরিপ।

জর্জিয়া: গত নির্বাচনে জয় পাওয়া অঙ্গরাজ্যে পিছিয়ে পড়েছেন বাইডেন

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে সামান্য ব্যবধানে ডনাল্ড ট্রাম্পকে হারিয়েছিলেন জো বাইডেন। তবে সম্প্রতি চালানো এক জরিপে দেখা গেছে, এই রাজ্যে এখন বাইডেনের থেকে ট্রাম্প অনেক বেশি জনপ্রিয়। গত বৃহস্পতিবার প্রকাশিত হয় ফক্স নিউজের ওই জরিপ। জর্জিয়ার ভোটারদের মধ্যে চালানো ওই জরিপে ট্রাম্পের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন ৫০ শতাংশের বেশি। আর অপরদিকে বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছেন ৪৩ শতাংশ। 

গণমাধ্যমটি জানিয়েছে, ২০২০ সালের নির্বাচনে সামান্য ব্যবধানে জর্জিয়ায় জয় পেয়েছিলেন বাইডেন। তিনি পেয়েছিলেন ৪৯.৪৭ শতাংশ ভোট আর ট্রাম্প পেয়েছিলেন ৪৯.২৪ শতাংশ ভোট। তবে এখন ট্রাম্প ওই রাজ্যে তার থেকে বেশি জনপ্রিয়। ভোটারদের কাছে প্রশ্ন করা হয়, এখন যদি নির্বাচন হয় তাহলে তারা কাকে ভোট দেবেন? এর উত্তরে ৫১ শতাংশ ট্রাম্পের পক্ষ নেন এবং ৪৩ শতাংশ নেন বাইডেনের পক্ষ। অর্থাৎ গুরুত্বপূর্ণ এই রাজ্যে ৮ শতাংশ ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প।

জর্জিয়ার প্রতি ১০ জনের ৮ জন জানিয়েছেন, তারা এই দুই জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখার জন্য মুখিয়ে আছেন। তবে নির্বাচন নিয়ে রিপাবলিকানদের (৮৩ শতাংশ) মধ্যে আগ্রহ ডেমোক্রেটদের (৭৮ শতাংশ) থেকে বেশি দেখা গেছে। এছাড়া তরুণ ভোটারদের মধ্যেও  ট্রাম্প বাইডেনের থেকে ৭ পয়েন্টে এগিয়ে আছেন। 

২০২০ সালের নির্বাচন সুষ্ঠু হয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে ৬০ শতাংশ ইতিবাচক উত্তর দিয়েছেন। তারা মনে করেন বাইডেন ২০২০ সালের বৈধ বিজয়ী ছিলেন। তবে তাদের মধ্যে ২২ শতাংশ আবার এ বছর ট্রাম্পকেই ভোট দেবেন বলে জানিয়েছেন। অপরদিকে ৩২ শতাংশ জর্জিয়ান জানিয়েছেন যে, তারা বিশ্বাস করেন বাইডেনের জয় প্রশ্নবিদ্ধ ছিল। তাদের মধ্যে ৯৭ শতাংশই এবার ট্রাম্পকে ভোট দেবেন।