জোর করেই বিশ্রামে পাঠানো হয়েছে মালি’র প্রধানমন্ত্রীকে
তিনি কোনো বিরতি না নিয়ে টানা ১৪ মাস ধরে কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছিলেন।

প্রথম নিউজ, ডেস্ক: তীব্র পরিশ্রমের পর পশ্চিম আফ্রিকার দেশ মালি’র প্রধানমন্ত্রী চোগুয়েল মাইগা’কে ‘জোরপূর্বক বিশ্রামে’ পাঠিয়েছেন চিকিৎসক। তিনি কোনো বিরতি না নিয়ে টানা ১৪ মাস ধরে কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছিলেন। তার অফিস থেকে এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। শনিবার তার অফিসিয়াল ফেসবুক পোস্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রী চোগুয়েল কোকাল্লা মাইগা একই সঙ্গে সরকারের প্রধান। টানা ১৪ মাস কাজ করার পর তার চিকিৎসক তাকে জোরপূর্বক বিশ্রামে পাঠিয়েছেন। আল্লাহর ইচ্ছায় তিনি আগামী সপ্তাহে কাজ শুরু করবেন। বার্তা সংস্থা রয়টার্স একজন উপদেষ্টাকে উদ্ধৃত করেছে। ওই উপদেষ্টা এর আগে প্যারিসভিত্তিক জেউনে আফ্রিক ম্যাগাজিনে প্রকাশিত রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন। ওই রিপোর্টে বলা হয়েছিল প্রধানমন্ত্রী স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
২০২০ সালের আগস্টে সামরিক অভ্যুত্থানের পর গত বছর জুনে দেশটিতে সাবেক বিরোধী দলীয় ওই নেতাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেয় ক্ষমতাসীন সামরিক সরকার। পশ্চিম আফ্রিকার প্রতিবেশী এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সরকারি বিষয়ে বার বার সরকারের উচ্চকণ্ঠ ছিলেন মাইগা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews