জামালপুরে হরতালের সমর্থনে বিএনপির মিছিল ও সমাবেশ
প্রথম নিউজ.জামালপুর:বিএনপির ১ দফা দাবিতে ৮ম ধাপের শেষ দিন দেশব্যাপী সর্বাত্মক হরতালের সমর্থনে জামালপুরে মিছিল ও সমাবেশ করেছে শহর বিএনপির নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার ৩০ নভেম্বর সকালে জামালপুর শহর বিএনপির উদ্যোগে চন্দ্রা এলাকায় দেওয়ানগঞ্জ-জামালপুর-ঢাকা মহাসড়কে হরতালের সমর্থনে মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা কৃষকদলের সদস্য সচিব গাউসুল আজম শাহিন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আব্দুল হালিম, বিএনপি নেতা এনামুল হক, সোলাইমান সোলে, শহর ছাত্রদলের সদস্য সচিব শামীম আহাম্মেদ প্রমুখ। অপরদিকে জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে কেন্দুয়া বাজার এলাকার সরিষাবাড়ি-জামালপুর-ঢাকা সড়কে হরতালের সমর্থনে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন।
এছাড়াও জামালপুর শহরের বিভিন্ন পয়েন্টে ওয়ার্ড বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে পৃথক পৃথক ব্যানারে হরতালের সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়েছে।