জামালপুরে তফসিল বাতিল ও অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল
প্রথম নিউজ, জামালপুর: সরকারের পদত্যাগ, একতরফা তফসিল বাতিল ও এক দফা দাবীতে জামালপুরে পঞ্চম দফা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। আজ বৃহস্পতিবার ১৬ নভেম্বর সকালে অবরোধের সমর্থনে শহরের জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।
ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বাইপাস সড়কের বাগে আবেদ মোড় থেকে শুরু হয়ে চন্দ্রা এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেন, এই সরকার আবার পরিকল্পিতভাবে আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে ভোটারবিহীন নির্বাচনের ষড়যন্ত্র করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে মানুষ নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চায়। আজ সারাদেশের মানুষ জেগে উঠেছে এবং রাজপথে নেমে এসেছে। এখনো সময় রয়েছে প্রহসনের তফসিল বাতিল করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নিন, অন্যথায় আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করব। কর্মসূচিতে জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক গাউসুল আজম শাহীন, জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম, শহর ছাত্রদলের সদস্য সচিব শামীম আহাম্মেদসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে, অবরোধের প্রতিবাদে শহরের ফৌজাদারী মোড়, বকুলতলা মোড়, তমালতলা, দয়াময়ী মোড়সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অবরোধের কারণে বন্ধ রয়েছে রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলায় দূরপাল্লার বাস চলাচল। দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ও সরিষাবাড়ী উপজেলার জগন্নাথগঞ্জ নৌ-ঘাটে যাত্রী সংখ্যা কম হওয়ায় স্বাভাবিকের তুলনায় কম সংখ্যক নৌযান চলাচল করছে, তবে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল।