প্রথম নিউজ, জামালপুর : জামালপুরে শতাধিক সমবায় সমিতির নামে আত্মসাতকৃত প্রায় দুই হাজার কোটি টাকা ফেরত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) দুপুরে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারের সহায়ক কমিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচির পালন করে।
এসময় বক্তব্যে রাখেন- বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারের সহায়ক কমিটির আহ্বায়ক শিপলুল বারী, মাফিজুর রহমান, বিদ্যুৎ মিয়া, রতন মিয়াসহ অন্যান্য ভূক্তভোগীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ভিক্ষুক থেকে শুরু করে প্রবাসী, অবসরপ্রাপ্ত চাকুরিজীবী, ছাত্র-শিক্ষক, গৃহিনী, স্কুল-মাদ্রাসা-মসজিদের তহবিলসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাদের সর্বস্ব অর্থ এসব সমবায় সমিতিতে আমানত হিসেবে রাখে। শুরুর দিকে কিছু মুনাফা দিলেও গেলো কয়েক বছর ধরে কোন কিছুই দিচ্ছেনা, বার বার আমানতের টাকা ফেরত চাইলেও টালবাহানা করছে। অনেকেই টাকা না পেয়ে আত্মহত্যা করেছে, অনেক নারীর সংসার ভেঙ্গে গেছে, সমবায় সমিতিতে টাকা জমা থাকলেও অর্থাভাবে অনেক মানুষ চিকিৎসা করাতে পারছেনা। মামলা দায়ের ও গ্রেফতারী পরোয়ানা জারী হলেও প্রশাসন কোন আসামীকে গ্রেফতার করছে না। সমবায় সমিতিতে নিজেদের আমানতকৃত অর্থ ফেরত পেতে প্রশাসনের দ্বারস্থ হলেও রহস্যজনক কারনে কোন সহায়তা করছে না, উল্টো অর্থ আত্মসাতকৃত সমবায় সমি