জামাল বাইরে, তপু অধিনায়ক 

জামাল বাইরে, তপু অধিনায়ক 
জামাল বাইরে, তপু অধিনায়ক 

প্রথম নিউজ, ডেস্ক : সিশেলসের বিপক্ষে আজ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচের একাদশ থেকে দ্বিতীয় ম্যাচের একাদশে বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা দুটি পরিবর্তন এনেছেন। 

জাতীয় ফুটবল দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে এই ম্যাচে একাদশে রাখেননি। তার পরিবর্তে আজ অধিনায়কত্ব করবেন ডিফেন্ডার তপু বর্মণ। জামালের পরিবর্তে আজকের ম্যাচে সুযোগ পেয়েছেন রবিউল ইসলাম। এক সময় জাতীয় দলে নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন রবিউল। এরপর হারিয়ে যান ফুটবল থেকে। অনেক সংগ্রাম করে ফিরে এখন জাতীয় দলে আবার নিজের নাম লিখিয়েছেন। 

অর্ধযুগ পর জাতীয় দলে ফিরেই আগের ম্যাচে একাদশে ছিলেন আমিনুর রহমান সজীব। আজ সজীবের বদলে সুমন রেজাকে একাদশে নিয়েছেন কোচ৷ 

২৫ মার্চ অনুষ্ঠিত প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে জিতেছিল। তারিক কাজী একমাত্র জয়সূচক গোল করেন৷ আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ড্র করলেও সিরিজ জিতবে। আফ্রিকার দেশ সিশেলসকে সিরিজ ড্র করতে হলে আজ জয় ছাড়া বিকল্প নেই। 


বাংলাদেশ দল: আনিসুর রহমান জিকো ( গোলরক্ষক ), তপু বর্মণ, রবিউল ইসলাম , রাকিব হোসেন, তারিক কাজী, সোহেল রানা, সোহেল রানা,রিমন হোসেন,সুমন রেজা, সাদ উদ্দিন ও মজিবুর রহমান জনি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: