জাবির ভর্তি পরীক্ষা শুরু : উপস্থিতি ৭৫ শতাংশ
প্রথম নিউজ, ঢাকা : গণমাধ্যমে কথা বলছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। এই ইউনিটে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার ৭৫ শতাংশ।
রোববার (১৮ জুন) সকালে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে পরীক্ষা চলাকালীন সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, রেজিস্ট্রার রহিমা কানিজ।
উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার প্রায় ৭৫ শতাংশ। প্রতি রুমে দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। পরীক্ষা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
এবারের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার (১৯ জুন) সকাল ৯টা থেকে শুরু হওয়া প্রথম চার শিফটে সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেদিন শেষ দুই শিফটে বিজনেস স্টাডিজ অনুষদের ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২০ জুন) পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের আসন সংখ্যা ৩৮৬টি।
এছাড়া বুধবার (২১ জুন) ও বৃহস্পতিবার (২২ জুন) দুই দিনে জীববিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘ডি’ ইউনিটের আসন সংখ্যা ৩১০টি।
ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য juniv-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।