জাপার ইফতার মাহফিলে অংশ নিচ্ছেন বিএনপির ৫ নেতা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির ইফতার মাহফিলে অংশ নিচ্ছেন বিএনপির ৫জন সিনিয়র নেতা।
রবিবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
খন্দকার মোশাররফ জানান, আজ জাতীয় পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে রাজধানীর রেডিসন হোটেলে । সেখানে দলের পক্ষ থেকে আমি ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেবেন।
কূটনীতিক ও রাজনীতিবিদদের সম্মানে জাতীয় পার্টির পক্ষ থেকে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
জাপা বিএনপি অতীত সম্পর্কের বিশ্লেষণে দেখা যায়, গত প্রায় একযুগ ধরে এই দুটি রাজনৈতিক দলের ইফতার মাহফিলে পারস্পরিক নেতাদের অংশগ্রহণের নজির নেই।
বিএনপির সূত্র জানিয়েছে, জাতীয় পার্টির পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চারজন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু মির্জা ফখরুলের পূর্বনির্ধারিত আরেকটি প্রোগ্রাম' থাকায় তিনি জাতীয় পার্টির ইফতারের মাহফিলে যোগ দিচ্ছেন না।
এদিকে জাপা সূত্র জানায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর পক্ষ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ফোন করে ইফতার মাহফিলে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলের একটি প্রতিনিধি সেখানে অংশ নেবেন বলে তিনি জাপা চেয়ারম্যানকে নিশ্চিত করেন।