জান্তাদের হটিয়ে রাখাইনের সেনা ঘাঁটি দখল করল মায়ানমারের আরাকান আর্মি
স্থানীয় সময় রবিবার আরাকান আর্মিরা ঘাঁটিটি দখল করে বলে দাবি করা হয়েছে।
প্রথম নিউজ, অনলাইন: মায়ানমারের সামরিক বাহিনী হটিয়ে সে দেশের পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যের মিনবিয়া শহরের সেনা ঘাঁটি দখলে নিল বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। স্থানীয় সময় রবিবার আরাকান আর্মিরা ঘাঁটিটি দখল করে বলে দাবি করা হয়েছে। এটি মায়ানমার সেনাবাহিনীর ৩৮০ ব্যাটালিয়নের ঘাঁটি বলে জানা গেছে। তবে এখনও ওই এলাকায় দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। এক বিবৃতিতে আরাকান আর্মি জানিয়েছে, ম্রাউক ইউ শহরে সেনাবাহিনীর ৩৭৭ ও ৫৪০ ব্যাটেলিয়ন ও পুলিশের ৩১ ব্যাটেলিয়ন থেকে ক্রমাগত গোলাবর্ষণ করা হচ্ছে। সামরিক বাহিনীর গোলাবর্ষণে অন্তত চার জন মৃত ও ২০ জন আহত বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা বলেছেন, জুন্টা সেনারা রামরি শহরে এক সপ্তাহেরও বেশি সময় ধরে গোলাগুলি ও বিমান হামলা চালিয়ে আসছে। মিনবিয়া শহরের খোয়া সোন গ্রামে সেনাবাহিনীর গুলিতে অন্তত তিন বাসিন্দা গুরুতর আহত হয়েছে। এর আগে, আরাকান আর্মির যোদ্ধারা ২৪ জানুয়ারি পাকতাও শহরের দখল নেয়। এরপর থেকেই সামরিক বাহিনী ওই শহরে বিমান হামলা ও গোলাবর্ষণ শুরু করে।