‘জনগণকে সঙ্গে নিয়ে নগরীর জলাবদ্ধতা নিরসন করবে জামায়াত’

প্রথম নিউজ, অনলাইন: জলাবদ্ধতা চট্টগ্রাম মহানগরীর একটি দুঃখ। দীর্ঘদিন ধরে নগরবাসীর জন্য এটা একটি জটিল সমস্যা। বিশেষ করে বর্ষাকাল এলে অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে নগরী। সরকারের একার পক্ষে এই কঠিন সমস্যা সমাধান করা কষ্টকর।
এলাকাবাসীকে সঙ্গে নিয়ে নগরীর জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিয়েছে জামায়াতে ইসলামী।
বর্ষকালে নগরবাসীকে জলাবদ্ধতামুক্ত করার লক্ষ্যে শনিবার (২৯ মার্চ) সকালে নগরীর বাকলিয়া বির্জাখাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এলাকা পরিদর্শনে গিয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী এ আশ্বাস দেন।
এ সময় আরে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমিরন মুহাম্মদ নজরুল ইসলাম, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং চট্টগ্রাম-১০ (পাঁচলাইশ-খুলশী-হালিশহর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলম ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মো. আবু নাসের, মহানগরী কর্মপরিষদ সদস্য ফখরে জাহান সিরাজী সবুজ, বাকলিয়া থানা জামায়াতের আমির সুলতান আহমদ, থানা নায়েবে আমীর আবুল মনছুর, থানা সেক্রেটারি নূর আহমদ, জামায়াত নেতা কামাল হোসেন, আহমদুল হক প্রমুখ।
সিটি কর্পোরেশনের (চসিক) পক্ষ থেকে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বোর্ড সদস্য ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার আই ইউ এ চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. সরফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, জোন কর্মকর্তা কল্লোল দাশ ও মেয়রের ব্যক্তিগত সহকারী মারুফুল হক চৌধুরী।