জাতীয় কাবাডি দলের খেলোয়াড় জাকির আর নেই 

জাতীয় কাবাডি দলের খেলোয়াড় জাকির আর নেই 

প্রথম নিউজ, ঢাকা: জাতীয় কাবাডি দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন জাকির। আইপিএলের আদলে ভারতের ফ্র্যাঞ্চাইজ কাবাডি লিগেও নিলামে ছিলেন একাধিকবার। সেই মেধাবী খেলোয়াড় জাকির আজ পৃথিবী ছেড়ে চলে গেছেন। অসুস্থতার কারণে আড়ালে চলে যাওয়া এই কাবাডি খেলোয়াড়ের মৃত্যুটাও হলো সবার অগোচরে। 

সাবেক জাতীয় খেলোয়াড় ও কাবাডি দলের কোচ আব্দুল জলিল বলেন, ' জাকির বেশ কয়েক মাস ধরেই ব্রেণ টিউমারের জন্য অসুস্থ ছিল। আজ সকালে তাঁর মৃত্যুসংবাদ পাই। বর্ডার গার্ড বাংলাদেশে তাঁর জানাজায় অংশগ্রহণ করি। জাকিরের মৃত্যু বাংলাদেশের অপুরণীয় ক্ষতি। ' 

২০১৪ সালে ইনচোন এশিয়ান গেমসের আগে জাতীয় দলে ক্যারিয়ার শুরু হয় জাকিরের। এসএ গেমস, বঙ্গবন্ধু কাপ সহ অনেক আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছেন। অসুস্থতার জন্য গত এক বছর কাবাডির বাইরে ছিলেন। বঙ্গবন্ধু কাপ কাবাডি এবং এশিয়ান গেমসে অসুস্থতার জন্য ছিলেন না। 

বাংলাদেশ কাবাডি ফেডারেশন জাকিরের অসুস্থতার খোঁজ খবর নিয়েছে। স্ত্রী ও ২ সন্তান রেখে মাত্র ৩৮ বছর বয়সেই দুনিয়া ছাড়লেন জাকির। কৃতি খেলোয়াড়ের প্রয়াণে কাবাডি অঙ্গনে নেমেছে শোকের ছায়া