ছাদের পলেস্তারা ভেঙে পড়ে দুদক কর্মকর্তা আহত
প্রথম নিউজ, ঢাকা : ঢাকার পুলিশ সুপার কার্যালয়ের দুর্নীতি দমন কমিশনের অফিসের ছাদের পলেস্তারা ভেঙে পড়ে সাধারণ নিবন্ধন (জিআর) শাখার সহকারী পরিচালক (প্রসিকিউশন) মো. আমিনুল ইসলামের গুরুতর আহত হয়েছেন। তার মাথায় পাঁচটি সেলাই দেয়া হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভবনটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পাশে অবস্থিত। আহত দুদকের সহকারী পরিচালক বলেন, সকালে অফিসে দায়িত্ব পালনকালে হঠাৎ করেই ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে মারাত্মকভাবে আহত হই। আমার সহকর্মীরা তাৎক্ষণিক ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আমার মাথায় ৫টি সেলাই দিয়েছেন চিকিৎসকরা। অল্পের জন্য বেঁচে গেছি। এর আগেও এই ভবনের ছাদের পলেস্তারা পড়ে আমাদের একজন পিয়ন আহত হয়।
ভবনটি অনেক পুরনো ও ঝুঁকিপূর্ণ। আরও বড় দুর্ঘটনা ঘটতে পারতো।
মহানগর সিনিয়র স্পেশাল জজের অধিক্ষেত্রাধীন দুদকের জিআর শাখাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন সংলগ্ন ঢাকার পুলিশ সুপার কার্যালয়ের তিন তলায় অবস্থিত। পুরনো এ ভবনে আগে কয়েকটি এজলাস থাকলেও এখন তা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে সরিয়ে নেওয়া হয়েছে।