চুয়াডাঙ্গায় মাঙ্কিপক্স উপসর্গের রোগী শনাক্ত

ওই নারী চুয়াডাঙ্গা উপজেলার শঙ্করচদ্র ইউনিয়ন ভান্ডারদহ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তিনি সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।

চুয়াডাঙ্গায় মাঙ্কিপক্স উপসর্গের রোগী শনাক্ত
ফাইল ফটো

প্রথম নিউজ, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় মাঙ্কিপক্স উপসর্গের এক রোগী শনাক্ত করেছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ জুন) এ রোগী শনাক্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই নারী চুয়াডাঙ্গা উপজেলার শঙ্করচদ্র ইউনিয়ন ভান্ডারদহ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তিনি সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।

উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা ওই নারীর ছেলে বলেন, ‘মা সম্পূর্ণ সুস্থ ছিলেন। গত মঙ্গলবার হঠাৎ করে হাতের তালুসহ শরীরের বিভিন্ন অংশে ফোসকা উঠতে শুরু করে। পরে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসাক আমার বোনকে আরও জানিয়েছেন মায়ের শরীরের ফোসকাগুলো মাঙ্কিপক্সের উপসর্গ হতে পারে।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘ষাটোঊর্ধ্ব এ বৃদ্ধার হাতের তালু, আঙ্গুল, শরীরের বিভিন্ন অংশে বড় বড় ফোসকা উঠেছে। সেই সঙ্গে তিনি জ্বর, মাথাব্যথা, সম্পূর্ণ শরীর ব্যথা ও শরীর দুর্বলতা নিয়ে চিকিৎসা নিতে আসেন। আমাদের কাছে মাঙ্কিপক্সের উপসর্গ মনে হওয়ায় তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। পরে বিষয়টি জেলা সিভিল সার্জন ও হাসপাতাল তত্ত্বাধায়কে জানানো হয়েছে।’

চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন সাজ্জাদ হোসেন বলেন, ‘হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর শরীরে মাঙ্কিপক্স রোগের উপসর্গ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। বিষয়টি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে জানানো হয়েছে। তারা এসে শরীরের নমুনা সংগ্রহ করেছে। নমুনা পরীক্ষা রিপোর্ট না পেলে, মাঙ্কিপক্স আক্রান্ত কিনা তা নিশ্চিত করে বলা যাবে না।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom