চার্জার লাইটের মধ্যে ৫ কোটি টাকার সোনা, ২ চীনা নাগরিক গ্রেপ্তার

গতকাল সকাল ৬টা ৫০ মিনিটে  দুবাই থেকে ‘ফ্লাই দুবাই’ এয়ারলাইনসের এফজেড ৫০১ নং ফ্লাইটে ঢাকায় আসেন তারা। 

চার্জার লাইটের মধ্যে ৫ কোটি টাকার সোনা, ২ চীনা নাগরিক গ্রেপ্তার

প্রথম নিউজ, অনলাইন: হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই চীনা নাগরিকের কাছে থাকা চার্জার লাইটের ভেতর থেকে ৪৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। উদ্ধার হওয়া মোট স্বর্ণের ওজন ৫ কেজি ৩৩৬ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ৫ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা। এ ঘটনায় আটক দুই চীনা নাগরিক লিউ ঝংগ্লিয়াং ও চেন জেং এর বিরুদ্ধে বিমানবন্দর থানায় স্বর্ণ চোরাচালানের অভিযোগে মামলা দায়ের হয়েছে। গতকাল সকাল ৬টা ৫০ মিনিটে  দুবাই থেকে ‘ফ্লাই দুবাই’ এয়ারলাইনসের এফজেড ৫০১ নং ফ্লাইটে ঢাকায় আসেন তারা। 

এ বিষয়ে বিমানবন্দরে কর্মরত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক সাবরিনা আমিন বলেছেন, ফ্লাই দুবাই এয়ারলাইনসের ওই বিমানটি ৭ নম্বর বোর্ডিং ব্রিজে যুক্তের পরপরই গোপন তথ্যের ভিত্তিতে বিমানে তল্লাশি করা হয়। পরে বিমানের ১৪ এফ এবং ১৩ এফ সিটের দুই যাত্রী লিউ ঝংগ্লিয়াং ও চেন জেংকে আটক করা হয়। সেইসঙ্গে তাদের ব্যাগে থাকা তিনটি চার্জার লাইট জব্দ করা হয়। জব্দকৃত চার্জার লাইট তিনটি বিভিন্ন সংস্থার সদস্যের উপস্থিতিতে খোলা হয়। পরে তিনটি চার্জার লাইটের ব্যাটারির মধ্য থেকে ৪৬ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৫ কেজি ৩৩৬ গ্রাম।

যার বাজারমূল্য আনুমানিক ৫ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা। সাবরিনা বলেন, স্বর্ণ জব্দের ঘটনায় দুই চায়নিজ নাগরিককে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা স্বর্ণগুলো চোরাচালানের চেষ্টা করছিল। জব্দকৃত সোনার বারগুলো শুল্ক গুদামে জমা করা হবে। সেই সঙ্গে দুই চায়নিজের বিরুদ্ধে বিমানবন্দর থানায় স্বর্ণ চোরাচালানের অভিযোগে মামলা করা হয়েছে। 

শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা ইসমে শোয়েব রাব্বি বলেছেন, আটক দুই চায়নিজ বাংলা-ইংরেজি কোনোটাই বোঝে না। যার কারণে আমরা তাদের সঙ্গে ঠিকমতো কথাই বলতে পারিনি। তাদের মধ্যে একজন মাঝে-মধ্যেই বাংলাদেশে আসতেন। আরেকজন এই প্রথম এসেছেন। তাদের পাসপোর্টগুলো চীনের হুয়াং জু থেকে ইস্যু হয়েছে। তারা হুগাই প্রদেশের বাসিন্দা।
 

Download Apps for Android:  https://play.google.com/store/apps/details?id=com.prothomnews&hl=en&gl=US