চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বায়েজিদ লিংক রোডে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা মোহাম্মদ জিয়াউর রহমান (৪০) নামে একজন নিহত হয়েছেন।
শুক্রবার (৩ নভেম্বর) ভোর সাড়ে ৬টা দিকে বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জিয়াউর রহমান পেশায় ভ্যানচালক। তার বাবার নাম দিলবার হোসেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক ঢাকা পোস্টকে জানান, সকালে সীতাকুণ্ড থেকে সড়ক দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে আনা হয়েছে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।