চোট নিয়েই আইপিএল খেলছেন ধোনি

চলতি আসর হতে পারে মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ারের শেষ আইপিএল

চোট নিয়েই আইপিএল খেলছেন ধোনি

প্রথম নিউজ, ডেস্ক : চলতি আসর হতে পারে মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ারের শেষ আইপিএল। বয়স আর ফিটনেসে কিছুটা ভাটা পড়লেও পারফরম্যান্স বিবেচনায় এখনও বাকি সতীর্থদের টেক্কা দেন তিনি। তাইতো হালকা চোট নিয়েও খেলছেন চলমান আইপিএলে। 

চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, 'ধোনির হাঁটুতে ইনজুরি আছে। আপনি তার চলাচলে সেটা বুঝতে পারবেন। এ কারণে সে কিছুটা অস্বস্তিতে আছে। তবে আজ যা দেখেছেন, সে আমাদের জন্য অনেক বড় একজন ক্রিকেটার। তার ফিটনেসকে আমি পেশাদারই বলব।'

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বছর কয়েক আগেই অবসর নিয়েছেন। আইপিএল ছাড়া আর কোনো ঘরোয়া টুর্নামেন্টেও খেলেন না ধোনি। তাই বলা যায় লম্বা সময় পরই আইপিএল খেলতে নামছেন তিনি। তারপরও ধোনির ওপর কোচের বিশ্বাস, পারফর্ম কররা জন্য যা যা দরকার তার সবই করছেন চেন্নাই অধিনায়ক।

ফ্লেমিং বলেন, 'আসর শুরুর মাসখানেক আগে সে দলের সঙ্গে যোগ দিয়েছে। এর আগে সে খেলার মধ্যে ছিল না। সে ফিট হয়ে যাবে। রঞ্জিতে সে নেট সেশন চালিয়ে যাবে। ম্যাচে পারফর্ম করতে যা দরকার সেটা সে করেছে। আপনি দেখতে পাবেন, সে খুবই ভালো খেলছে। তাই সে কীভাবে নিজেকে ফিট করে তোলে, সে ব্যাপারে সন্দেহ না থাকাই ভালো।'