ঘন কুয়াশায় ঢাকা দিনাজপুর, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

তাপমাত্রা কমে যাওয়ায় দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। সন্ধ্যার পর থেকে শুরু হয় হিমেল বাতাস। আর তার সঙ্গে যোগ দেয় ঘন কুয়াশা। এতে করে দিনের বেলায়ও যানবাহনকে লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে।

ঘন কুয়াশায় ঢাকা দিনাজপুর, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

প্রথম নিউজ, দিনাজপুর: উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুর। তাপমাত্রা কমে যাওয়ায় দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। সন্ধ্যার পর থেকে শুরু হয় হিমেল বাতাস। আর তার সঙ্গে যোগ দেয় ঘন কুয়াশা। এতে করে দিনের বেলায়ও যানবাহনকে লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে।

আবহাওয়া অফিসের তথ্য ম‌তে, বুধবার (১৪ ডিসেম্বর) দিনাজপু‌রে সর্ব‌নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হ‌য়ে‌ছে ১৪ ডিগ্রি সেল‌সিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৬ ভাগ। জেলায় চল‌তি শীত মৌসু‌মে সর্ব‌নিম্ন ১৩ দশ‌মিক ১ ডিগ্রি সেল‌সিয়াস তাপমাত্রা রেকর্ড করা হ‌য়ে‌ছে।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ডিসেম্বরে এক থেকে দুটি  শৈত্যপ্রবা‌হের সম্ভাবনা আছে। আগামী জানুয়ারিতে শীত বে‌শি থাক‌বে। সে সময় আরও ক‌য়েক দফায় শৈত্যপ্রবা‌হের সম্ভাবনা র‌য়ে‌ছে।

এদিকে দিন দিন তাপমাত্রা কমতে থাকায় ব্যস্ততা বেড়েছে জেলার লেপ-তোশকের দোকানে। পাশাপাশি বিভিন্ন গরম কাপড়ের দোকানেও বিক্রি বেড়েছে। শীতের পিঠাপুলি তৈরির ধুম পড়েছে। সড়কের পাশের দোকানগুলোতে ভিড় করে মানুষ পিঠার স্বাদ উপভাগ করছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom