গৃহবধূর মাটিচাপা লাশ উদ্ধার
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির পাশে জমিতে মাটিচাপা দেওয়া অবস্থায় মানসুরা (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ জুলাই) দিবাগত রাতে উপজেলা বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সাতদিন আগে হত্যা করে লাশটি মাটিতে পুতে রাখা হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
মানসুরা উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকার আবুল হোসেনের মেয়ে।
আটক ব্যক্তিরা হলেন- স্বামী আশরাফ মিয়া ও তার মা সেলিনা। আশরাফ মিয়া বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রামের জুলহাসের ছেলে।
গোপালদী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সোহাগ সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গৃহবধূর শ্বশুর বাড়ির পাশের একটি পতিত জমি থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। এমন খবরে পুলিশ গিয়ে মাটি খুঁড়ে মানসুরার লাশ উদ্ধার করে। প্রথামিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যার পর মাটি চাপা দেওয়া হয়েছে। ময়নাতদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে। তবে নিহতের স্বামী ও শাশুড়ি এই হত্যার কথা স্বীকার করেছে। তাদের দুজনকে আটক করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডটি সাতদিন আগে সংগঠিত হয়েছে। তদন্তে আরও তথ্য বেরিয়ে আসবে। তাদের সংসারে দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।’
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। মামলার প্রস্তুতি চলছে।’