গ্রেফতার, মামলা, হামলা করে বিএনপির আন্দোলন থামানো যাবে নাঃ ওয়ারেছ আলী মামুন

আজ শনিবার ১৯ আগস্ট দুপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদেশে উন্নত চিকিৎসাসহ সরকারের পদত্যাগের একদফা দাবিতে জেলা বিএনপির নেতাকর্মীরা শহরের মালগুদাম রোড থেকে এক পদযাত্রা বের করে।

গ্রেফতার, মামলা, হামলা করে বিএনপির আন্দোলন থামানো যাবে নাঃ ওয়ারেছ আলী মামুন

প্রথম নিউজ.জামালপুরঃ বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, একদফার আন্দোলনের মধ্যে দিয়েই এই নিশি রাতের সরকারের পতন ঘটানো হবে। জামালপুরে বিএনপির ২০জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বিএনপিকে গ্রেফতার, মামলা, হামলা করে বিএনপির আন্দোলন থামানো যাবে না। 
আজ শনিবার ১৯ আগস্ট দুপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদেশে উন্নত চিকিৎসাসহ সরকারের পদত্যাগের একদফা দাবিতে জেলা বিএনপির নেতাকর্মীরা শহরের মালগুদাম রোড থেকে এক পদযাত্রা বের করে। পদযাত্রাটি বজ্রাপুর রোডে গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেছেন।
পদযাত্রায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সজিব খান, গাউসুল আজম শাহীন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপিসহ সাধারন মানুষকে নিয়ে একদফার আন্দোলনোর  মধ্যে দিয়ে এই অবৈধ সরকারের পতন ঘটানো হবে।