গুম, খুন, অপহরণ, হামলা-মামলা, পুলিশের গুলি ও গ্রেফতার আতঙ্কে নেতাকর্মীরা: মির্জা ফখরুল

তিনি বলেন, বিএনপিসহ দেশের অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে তাদের গণতান্ত্রিক অধিকার অর্থাৎ সভা, সমাবেশ ও মিছিল করার সংবিধান স্বীকৃত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

গুম, খুন, অপহরণ, হামলা-মামলা, পুলিশের গুলি ও গ্রেফতার আতঙ্কে নেতাকর্মীরা: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রথম নিউজ, ঢাকা: চারিদিকে গুম, খুন, অপহরণ, হামলা-মামলা, পুলিশের গুলি ও গ্রেফতার আতঙ্কে নেতাকর্মীরা সর্বদা আতঙ্কিত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার ঢাকা বিশ^বিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের বর্বরোচিত ও পৈশাচিক হামলা এবং তাদেরকে গুরুতর আহত করার ঘটনার প্রতিবাদে ছাত্রদল ঘোষিত দু’দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ টাঙ্গাইল জেলা ছাত্রদল আয়োজিত শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে বক্তব্য দানকালে পুলিশ জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেনকে নির্দয়ভাবে লাঠিপেটা করতে করতে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মধ্যরাতের ভোটের সরকারের দুঃশাসন ও জুলুম-নির্যাতনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখন সার্বক্ষণিক জীবন বিপন্ন হওয়ার ঝুঁকিতে রয়েছে। ঘর থেকে বের হয়ে নিরাপদে বাড়ী ফেরার সামান্যতম গ্যারান্টিটুকুও তিরোহিত হয়েছে। চারিদিকে গুম, খুন, অপহরণ, হামলা-মামলা, পুলিশের গুলি ও গ্রেফতার আতঙ্কে নেতাকর্মীরা সর্বদা আতঙ্কিত।

তিনি বলেন, বিএনপিসহ দেশের অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে তাদের গণতান্ত্রিক অধিকার অর্থাৎ সভা, সমাবেশ ও মিছিল করার সংবিধান স্বীকৃত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আওয়ামী দুঃশাসনের ভয়াবহতা ও নির্দয় আচরণে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এখন রক্তাক্ত জনপদে পরিণত হয়েছে। সরকারদলীয় সন্ত্রাসী এবং আইন শৃঙ্খলা বাহিনীর হামলা ও বেপরোয়া গুলিবর্ষণে বিএনপি নেতাকর্মীদের প্রাণহরণ এবং জখম করে পঙ্গু করা এখন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রসমাজের সর্বত্রই এখন ভয় ও আতঙ্ক বিরাজ করছে। সরকারের অবাধ অপকর্মের বিরুদ্ধে ক্উে যেন গলা উঁচু করে কথা বলার সাহস না করে সেজন্যই ক্রমাগত আক্রমণে রক্তাক্ত করা হচ্ছে। 

বিএনপি মহাসচিব বলেন,  টাঙ্গাইল জেলা ছাত্রদল আয়োজিত শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে বক্তব্য দানকালে পুলিশ জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেনকে নির্দয়ভাবে লাঠিপেটা করতে করতে গ্রেফতারের অমানবিক ঘটনা আওয়ামী জুলুমবাজ সরকারের নিষ্ঠুর শাসনেরই বহিঃপ্রকাশ। কিন্তু এভাবে নির্যাতন-নিপীড়ণ চালিয়ে আওয়ামী ফ্যাসিস্ট সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। আওয়ামী সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে, তাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবশ্যই ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom