গুঁতেরাকে নিরাপত্তা পরিষদে বৈঠক ডাকতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর চিঠি
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠকের আহ্বান জানাতে মহাসচিব আন্তোনিও গুঁতেরাকে চিঠি লিখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। চিঠিতে তিনি ইরানকে লক্ষ্য করে ইসরাইলি হামলার নিন্দা জানানোরও আহ্বান জানান। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। যদিও অধিবেশন ডাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, যদিও এই আশা নেই যে নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশ উপস্থিত থাকবে বা ওই বৈঠক থেকে এমন ফল আসবে যা উত্তেজনা নিরসনে কাজ করবে। তবুও ইহুদিবাদী শাসকদের অপরাধ প্রতিরোধে আমরা তা অনুসরণ করছি। তেহরানের শীর্ষ কূটনীতিক বলেছেন, বৈঠক থেকে ইরান এবং এই অঞ্চলের অন্যান্যদের জন্য ভাল সুযোগ দেবে।
বিশেষ করে যারা এই হামলার নিন্দা জানিয়েছে তাদের অবস্থানের উপর জোর দেয়ার জন্য। আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র তার সমস্ত শক্তি নিয়ে ইসরাইলের পাশে দাঁড়িয়ে আছে। ফলত ইহুদিবাদী শাসকদের অপরাধের অংশীদার হচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার ভোরে ইসরাইলি হামলায় আমেরিকানদের অংশগ্রহণ ইরানের কাছে স্পষ্ট। অন্তত, তারা ইহুদিবাদী শাসকের বিমান বাহিনীকে একটি বিমান করিডোর দিয়েছিল বলে দাবি করেছেন তিনি।